Site icon Mohona TV

ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ অবকাঠামোয় হামলা করেছে ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ অবকাঠামোয় হামলা করেছে ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ অবকাঠামোয় হামলা করেছে ইসরায়েল

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা আজ শনিবার (২৬ অক্টোবর) ইরানে আকাশ পথে হামলা চালিয়েছে। ইরানের বেশ কয়েকটি এলাকায় চালানো এ হামলায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উপকরণ ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, এই হামলা চালানো হয় ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ ক্ষেত্রকে লক্ষ্য করে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এই অবকাঠামোগুলো থেকে নির্মাণ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল।

সামরিক বাহিনী আরও জানায়, পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইরানের বিমানবাহিনীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরান এখানকার বিভিন্ন যুদ্ধাস্ত্র ইসরায়েলের আকাশসীমার সার্বভৌমত্বকে বিঘ্নিত করতে ব্যবহার করতো বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, ইসরায়েলে ইরানের সাম্প্রতিক হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলের বিমানগুলো নিরাপদে ফিরে এসেছে … প্রতিশোধের হামলা শেষ হয়েছে এবং মিশনের লক্ষ্য পূরণ হয়েছে।’

Exit mobile version