Site icon Mohona TV

রণক্ষেত্রে পরিণত পাকিস্তানের ইসলামাবাদ

ছবি: সংগৃহীত

ইমরান খানের ডাকা চূড়ান্ত আন্দোলনে যোগ দিতে রাজধানী ইসলামাবাদে জড়ো হয়েছেন তার হাজার হাজার কর্মী সমর্থক। পাকিস্তানে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের ডাকা বিক্ষোভ সমাবেশ ঘিরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।পিটিআইয়ের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে, যা এখনো অব্যাহত রয়েছে।

সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ইমরানের সমর্থকরা ইসলামাবাদে পৌঁছানোর পর আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে বিপুল কাঁদানে গ্যাস ছোড়েন। ওই সময় তারা আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। ইমরানের সমর্থকরা যেন রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতে ঢুকে পড়তে না পারেন সেজন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর ব্যাপক বাধার মুখেও কিছু পিটিআই কর্মী এরই মধ্যে ডি-চকে পৌঁছে গেছে। সরকার ও বিরোধী দলটির মধ্যে আলোচনায়ও অচলাবস্থা তৈরি হয়েছে। নিরাপত্তাবাহিনীর ওপর হামলার অভিযোগ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এর তীব্র নিন্দা জানিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সাংবাদিকদের বলেন, শ্রীনগর মহাসড়কে বিক্ষোভকারীরা নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর গাড়ি উঠিয়ে দেয়ায় ৬ জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন জায়াগায় সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক। এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে পিটিআইয়ের ৪ হাজার নেতাকর্মীকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে প্রশাসন। দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনে গুলির নির্দেশও দেয়া হয়েছে। এছাড়া পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারার সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

এদিকে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ইসলামাবাদ অভিমুখে গাড়ি বহর নিয়ে রওনা দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। ইসলামাবাদের ডি চক এলাকায় সমাবেশ করতে যাচ্ছেন তারা।
আলজাজিরা সাংবাদিক কামাল হায়দার ডি-চক থেকে জানিয়েছেন, সেখানে কাঁদানে গ্যাস ছাড়াও আধাসামরিক বাহিনী রেঞ্জার্সকে ‘স্বয়ংক্রিয় রাইফেল’  থেকে গুলি করতে দেখা গেছে। তিনি বলেছেন, ডি-চকে এত পরিমাণ কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে যে সেখানে ‘পাতলা গ্যাসের মেঘের’ সৃষ্টি হয়েছে।
সেখানকার পরিস্থিতি বেশ উত্তপ্ত জানিয়ে এই সাংবাদিক বলেছেন, “যখন তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস অথবা গুলি ছোড়া হচ্ছে তখন তারা পড়ে যাচ্ছে। ঠিক তখনই আবার ফিরে আসছে। বলা যায় ইসলামাবাদে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।”
Exit mobile version