Site icon Mohona TV

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত শাহনাজ খুশি

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত শাহনাজ খুশি, চোখের ওপর ১০ সেলাই

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত শাহনাজ খুশি, চোখের ওপর ১০ সেলাই

ঢাকার রমনা পার্কে সকালের ব্যায়াম শেষে ইস্কাটনের নিজ বাসায় ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। অটোরিকশার ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান এতে চোখ, কপালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তার চোখের ঠিক ওপরে ১০টি সেলাই দিয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন শাহনাজ খুশির ছেলে অভিনয়শিল্পী দিব্য জ্যোতি।

দিব্য জ্যোতি বলেছেন, “মা সব সময় সকালে রমনা পার্কে হাঁটতে বের হন। মঙ্গলবারও গিয়েছিলেন। আমরা তখন ঘুমে। হঠাৎ দেখি মা ডান চোখের ওপরে ওড়না চেপে ঘরে ঢোকেন। সবাইকে ডাকছেন। দেখি মায়ের পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। অনর্গল রক্ত ঝরছে। ওই সময় ড্রাইভারও নাই। কী করব বুঝে উঠতে পারছিলাম না। কোথায় নিয়ে যাব এতো সকালে। এরপর আমি নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালে যাই। চিকিৎসকও মায়ের এমন অবস্থা দেখে ঘাবড়ে যান। মাকে ১০টি সেলাই দেওয়া লাগে।”

দিব্য জ্যোতি বলেন, “মায়ের ডান চোখের পাশে এখনও কোনো অনুভূতি নেই। চোখে চশমা ছিল। চশমার ফ্রেম ভেঙে ঢুকে যায় ডান চোখের ভ্রুর ভেতরে। ভ্রুর ওপরে যে আর্টারি রয়েছে, সেটা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনভাবে পড়েছে, ভাগ্য ভালো যে চশমার গ্লাস ভেঙে চোখে ঢোকেনি! ডাক্তার আমাদের বললেন, গ্লাস ঢুকলে সর্বনাশ হয়ে যেত।”

 দিব্য জানালেন, তার মায়ের উন্নত চিকিৎসারও প্রয়োজন পড়তে পারে।

দিব্য জ্যোতি জানিয়েছেন, শাহনাজ খুশির শুধু চোখে নয়, হাতের কনুইয়েও আঘাত লেগেছে। তিনি হাঁটুতে আঘাত পেয়েছেন। উপুড় হয়ে পড়াতে বুকেও আঘাত লেগেছে। কোমরেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।

Exit mobile version