Site icon Mohona TV

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লির মৃত্যু

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে দুই মুসল্লি মারা গেছেন। তারা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর থানা এলাকার আমীর হোসেন (৬৫) ও নরসিংদীর মাধবদী থানার রংপুর এলাকার সাইফুল ইসলাম (৪৮)।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ৩১ নম্বর খিত্তায় আমীর হোসেন এবং এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইফুল ইসলাম মারা যান।

তাবলীগ জামাতের শুরায়ি নেজাম অনুসারী মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে আসা তাবলীগ জামাতের দুই মুসল্লির মৃত্যু হয়েছে।

তিনি জানান, সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম এবং রাত ১১টার দিকে আমির হোসেন মারা যান। তারা দুজনই তাবলিগ জামাতের শুরায়ি নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারী ছিলেন।

এর আগে প্রথম পর্বে তাবলিগ জামাতের পাঁচ মুসল্লির মৃত্যু হয়।

পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

Exit mobile version