Site icon Mohona TV

শাহজাদপুরে ভবনে আগুন, চারজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা শাহজাদপুর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২ টা ১৭ মিনিটে আগুনের সংবাদে রাজধানীর ভাটারা শাহজাদপুর সৌদিয়া হোটেলে আগুন নির্বাপনের জন্য দুটি ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণ করে ওই ভবনের সিঁড়ি ও বাথরুম থেকে চারজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে সবার মরদেহ ছয়তলায় পাওয়া গেছে, একজনের বাথরুমে আর তিনজনের সিঁড়িতে।
ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুন থেকে বাঁচার জন্য তারা ছাদে উঠার চেষ্টা করেছিলেন কিন্তু ছাদের দরজা তালা মারার কারণে তারা যেতে পারেনি সেখানে মারা গেছেন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

 

Exit mobile version