
মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। আর তাই এবার অন্য ব্যক্তিদের কাছে পাঠানো সব বার্তা দ্রুত দেখার সুযোগ দিতে ‘মেসেজ থ্রেড’ নামের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপটি।
নতুন আপডেটের ফলে নির্দিষ্ট বার্তার প্রতিক্রিয়া (রিপ্লাই) সহজে ট্র্যাক করা যাবে, যা দীর্ঘ কথোপকথন বা গ্রুপ চ্যাট ব্যবস্থাপনায় বেশ কার্যকর হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে মেসেজ থ্রেড সুবিধা যুক্ত করা হয়েছে। সুবিধাটি কাজে লাগিয়ে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো সব বার্তা আলাদা একটি থ্রেডে দেখা যাবে। ফলে দীর্ঘ কথোপকথনের সময় বারবার স্ক্রল করে নিজেদের পাঠানো পুরোনো বার্তাগুলো খুঁজতে হবে না। মূল বার্তার সঙ্গে সংশ্লিষ্ট সব রিপ্লাই একসঙ্গে দেখা যাবে। ফলে গ্রুপ চ্যাট আরও সহজে করা যাবে।
মেসেজ থ্রেডসের সুবিধাগুলো-
- দীর্ঘ কথোপকথন ট্র্যাক করা সহজ হবে।
- পুরনো রিপ্লাই খুঁজতে স্ক্রল করার ঝামেলা কমবে।
- গ্রুপ চ্যাট ও অফিসিয়াল কমিউনিকেশন আরও কার্যকর হবে।
- চ্যাটের গোপনীয়তা ও সংগঠিত বিন্যাস বজায় থাকবে।
ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, মেসেজ থ্রেড সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও শিগগিরই ব্যক্তিগত, গ্রুপ চ্যাটসহ কমিউনিটি এবং চ্যানেলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।