Site icon Mohona TV

মহুয়া কমিউটার ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে সাতখামাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্টেশন কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা যায়, ট্রেনের পাওয়ার কারে হঠাৎ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই স্টেশনের কর্মীরা তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে আপাতত এই রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ নিশ্চিত করা হবে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ দুর্ঘটনার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহারের চেষ্টা করছেন।

 

Exit mobile version