Site icon Mohona TV

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে ১৬৫ বাংলাদেশিসহ আটক ৫০৬

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে গতকাল (১৭ এপ্রিল) রাতে দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন বিদেশিকে আটক করেছে।

ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত মেদান ইম্বির দোকানঘরের উপরের তলা ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন।

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই অভিযানে মোট ৮৯৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ৭৪৯ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ১৪৬ জন স্থানীয়। আটক বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাড়াও রয়েছেন নেপালি (১৪২ জন), ইন্দোনেশিয়ান (১০৯ জন), ভারতীয় ও শ্রীলঙ্কান নাগরিক।

অভিযানকালে পালানোর চেষ্টায় দুই বিদেশি পুরুষ আহত হন। একজন নারী, যিনি হাই হিল পরে পালাতে গিয়ে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন, তাকে প্রাথমিক চিকিৎসা দেয় ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের মেডিকেল টিম।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ওয়ার্কিং ভিজিট পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনেকের জোহরের ওয়ার্কিং ভিসা থাকলেও তারা কুয়ালালামপুরে অবস্থান করছিলেন।

Exit mobile version