Site icon Mohona TV

‘আ.লীগের মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’

ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ ভবিষ্যতে যেন মিছিল করতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকের এক প্রশ্নে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিংয়ের চিন্তা করছে সরকার। এ ধরনের পরিকল্পনা আছে আমাদের। আমরা চাই, পুলিশ বাহিনী জনগণের জান-মালে নিরাপত্তার স্বার্থে তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে।

আওয়ামী লীগের মিছিলের বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার প্রশ্নে তিনি বলেন, দুজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। ভবিষ্যতে যাতে মিছিল না করতে পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমরা চেষ্টা করছি।

পুলিশ সদস্যরা বদলির পরও পূর্বের জায়গায় থাকছেন এমন এক প্রশ্নে তিনি বলেন, বদলির পরও আগের জায়গায় রয়েছেন এমন নির্দিষ্ট (স্পেসেফিক) তথ্য পেলে তাদের বিষয়ে ব্যস্থা নেওয়া হবে।

 

Exit mobile version