Site icon Mohona TV

বাংলাদেশে জিম্মি দশা থেকে মুক্ত হয়ে নিজ দেশে ফিরে গেছেন ৩ শ্রীলঙ্কান

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা দেখতে এসে অপহরণের শিকার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক দেশে ফিরে গেছেন। গতকাল (২৫ এপ্রিল) দুপুরে তারা নিজ দেশে রওনা দেয় বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।

অপহৃতরা হলেন—মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা এবং থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল।

পুলিশ জানায়, গত ২২ এপ্রিল শহিদুল শেখ নামে এক ব্যক্তির আমন্ত্রণে বাংলাদেশে আসেন তারা। সেদিন রাতেই বাগেরহাটের মোল্লাহাটে নিয়ে অপহরণ করে তাদের কাছে পাঁচ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভুক্তভোগীরা এত টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা শ্রীলঙ্কায় তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

পরিবার বিষয়টি শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানালে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত করে বুধবার (২৩ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে মোল্লাহাটের একটি বাড়ি থেকে তিনজনকে উদ্ধার করে।

এ ঘটনায় কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ, জনি শেখ ও এস এম সামসুল আলমকে আটক করে পুলিশ। এদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, সামাজিক মাধ্যমে এমদাদ ও শহিদুলের সঙ্গে পাথিরানাদের পরিচয় হয়েছিল। সেই সূত্রে ব্যবসার প্রলোভন দেখিয়ে তারা বাংলাদেশে আসার আমন্ত্রণ পান।

সংবাদ সম্মেলনে মালাভি পাথিরানা বলেন, “খুব অল্প কিছু খারাপ মানুষের জন্য বাংলাদেশের সব জনগণের বিরুদ্ধে কোনো নেতিবাচক ধারণা পোষণ করতে চাই না।”

উদ্ধারের পর খুলনায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল তারা নিজ দেশে ফিরে যান।

Exit mobile version