
ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম ক্রেমলিনের প্রতিনিধিদলের তালিকায় নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই জানিয়েছেন, তিনি কেবল তখনই আলোচনায় অংশ নেবেন যদি পুতিন স্বয়ং উপস্থিত থাকেন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে ইউক্রেন- রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা।
বৃহস্পতিবার (১৫ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে থাকবেন রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেডিনস্কি এবং উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন। এ ছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্র নীতি সহায়ক ইউরি উশাকভও থাকবেন না বৈঠকে।
এর আগে এই এই বৈঠকে থাকার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষমেশ তিনিও এই বৈঠকে থাকছেন না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, শান্তি নিয়ে আলোচনা কেবলমাত্র পুতিনের উপস্থিতিতেই হওয়া সম্ভব।
এদিকে, মার্কিন শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও ইতোমধ্যে তুরস্কে পৌঁছেছেন এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। রুবিওর ইস্তাম্বুলে যাওয়ার পরিকল্পনা রয়েছে, যেখানে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের পর থেকে পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠক হয়নি। সর্বশেষ ২০২২ সালের মার্চে ইস্তাম্বুলে সরাসরি আলোচনা হয়েছিল। যুদ্ধের ক্রমাগত তীব্রতায় এই বৈঠকের মাধ্যমে নতুন করে শান্তির চেষ্টা চলছে, তবে পুতিনের না থাকা সেই প্রচেষ্টাকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।