
‘কালাকালা’ গান দিয়ে আলোচনায় আসা যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক আরজিন কামাল এবার সমালোচনার মুখে পড়েছেন নতুন গান ‘বিষম পিরিতি ২.০’-এর কারণে। গানটির একটি ভিডিও সম্প্রতি ইউটিউবে প্রকাশ করেন তিনি। ভিডিওর ১৪ সেকেন্ডের একটি অংশ নিজের ফেসবুকে পোস্ট করার পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয় কটাক্ষ।
নেটিজেনদের দাবি, ভিডিওতে আরজিন ও এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গিতে দেখা গেছে, যা অনেকেই ভালোভাবে নেননি। একজন মন্তব্য করেন, “সুন্দর গানটিকে নোংরাভাবে উপস্থাপন না করলেই পারতেন। আপনার কণ্ঠ ভালো, কিন্তু অঙ্গভঙ্গি একদম অশালীন।” আরেকজন লেখেন, “খুব দ্রুত আপনার চিকিৎসা দরকার। পাবনায় যোগাযোগ করুন।”
এই বিষয়ে আরজিন কামালের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ‘বিষম পিরিতি’ গানের মূল শিল্পী জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনি। গানটির কথা ও সুর করেছেন মাহমুদ জুয়েল। প্রবাসে বাংলা সংগীত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন আরজিন। এর আগে তিনি ঢালিউডের দুটি চলচ্চিত্রেও গান গেয়েছেন।