
সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়াকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে এক সংবাদ সম্মেলনে শামীম এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রিয়াঙ্কার আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।
অভিযোগ ওঠার পরপরই শামীমের বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তোলেন আরও কয়েকজন নারী সহকর্মী, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়। শামীম হাসান সরকার তার আচরণের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিনয়শিল্পী সংঘের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে শামীম তার শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মী প্রিয়াঙ্কা প্রিয়ার কাছে ক্ষমা চান।
ভিডিও বার্তায় তিনি বলেন, “সম্প্রতি প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে একটি দুঃখজনক ঘটনা ঘটে। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, গালিগালাজ করেছি। আজ তার সঙ্গে সাক্ষাতে আমি দুঃখ প্রকাশ করেছি এবং আমার ভুলের জন্য লজ্জিত।”
তিনি আরও বলেন, “শুধু প্রিয়াঙ্কাই নয়, হয়তো আমার আচরণে আরও অনেক সহকর্মী কষ্ট পেয়ে থাকতে পারেন। আমি কথা দিচ্ছি, ভবিষ্যতে এমন আচরণ আর কখনও হবে না। রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।”
অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে জানিয়েছে, যেহেতু শামীম হাসান সরকার সংঘের সদস্য, তাই সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গ করায় তাকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ প্রমাণিত হলে, গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী তার সদস্যপদ বাতিল করা হবে।