Top Newsজাতীয়

ব্লকেডের আওতায় গুলিস্তান, বন্ধ যান চলাচল

মোহনা অনলাইন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানে সড়ক আটকে দিয়েছে বিক্ষোভকারীরা। এতে গুলিস্তানের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৯ মে) বেলা ১১টার পর গুলিন মাজারের সামনের সড়কে বসে পড়ে আন্দোলনকারীরা। সেখানে তারা সড়ক আটকে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

এদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল এসে প্রথমে গুলিস্তান মাজারের সামনে এবং নগরভবনের সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা ইশরাকের শপথ নিতে বিলম্বের প্রতিবাদ জানাচ্ছেন। গুলিস্তানের সড়কে আটকে দেওয়ার কারণে মাজারের দিকে থেকে বংশালের সড়কের দিকে এবং পল্টনের দিকের সড়কে কোন যানবাহন চলছে না। মুহূর্তেই যানজট ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকায়।

এদিকে গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এই মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button