মেগাস্টার শাকিব খান দেড় মিনিটে দিলেন ‘তাণ্ডব’ এর আভাস। সদ্য মুক্তি পাওয়া সেই পূর্বাভাসে উঠে এলো এক মহা বিপদের বার্তাও; আর তা সাবধানতা অবলম্বন করে দেখার অপেক্ষায় দর্শকেরা।
দেড় মিনিটের সেই পূর্বাভাসের প্রায় পুরোটাতেই ‘তাণ্ডব’ই দেখিয়েছেন নির্মাতা; যেখানে এক ধুন্ধুমার অ্যাকশন অবতারে দেখা গেছে মেগাস্টারকে। আর দর্শক নেটিজেন থেকে শুরু করে তারকারাও মেতে উঠেছেন তাণ্ডবের প্রশংসায়; শাকিব খান, রায়হান রাফি উভয়কেই প্রশংসা করেছেন কমবেশি সকলে। তাদের একজন পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ‘তাণ্ডব’ এর প্রায় সকলকেই বেছে বেছে প্রশংসা করলেন অভিনেতা।
আজ সোমবার (১৯ মে) নিজের ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়েছেন। যার শুরুতেই শাকিব বদনা করে লিখেছেন, ‘তাণ্ডব ফোরকাস্ট: অসাধারণ। শাকিব খান – এক শক্তিশালী উপস্থিতি…।’ পরিচালক রায়হান রাফি সম্পর্কে বলতে গিয়ে অভিনেতা লিখেছেন, ‘তার দূরদর্শী পরিচালনা পুরো প্রজেক্টটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।’এরপরই লিখেছেন প্রযোজক শাহরিয়ার শাকিল সম্পর্কে। নিশোর ভাষ্য, ‘তিনি পর্দার আড়ালে থেকে প্রতিটি পর্যায়ে ধারাবাহিকভাবে উৎকর্ষ নিশ্চিত করেছেন।’ প্রযোজক মাহেন্দ্র অভিনেতা বলেন, ‘মাস্টারমাইন্ড মাহেন্দ্র সোনি। যিনি পুরো প্রজেক্টের পেছনে মস্তিষ্ক, সব কিছু এক সুতোয় গেঁথে এনেছেন।’
এখানেই শেষ না তিনি আরও যোগ করেন, রেদওয়ান রনি যেন ঝাঁঝালো এক পাখির চোখ! নিশোর কথায়, ‘রেদওয়ান রনি পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আর নির্ভীক সিদ্ধান্তে এসেছে অনন্য এক স্বাদ। চুপিচুপি বিস্ফোরণ ঘটালেন।’
সর্বশেষ তিনি লিখেছেন, ‘তাণ্ডব এর পূর্বাভাস যেমন সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে। অত্যন্ত সম্ভাবনাময় মনে হচ্ছে। পরিশ্রম এবং নিষ্ঠার জন্য পুরো টিমকে ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।’



