
অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক। আজ সকালে যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক-এর মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে এ ঘোষণা দেয়।
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে জানান, গতকাল বিকেলে টেলিফোনে তাকে নিশ্চিত করা হয় যে বাংলাদেশে স্টারলিংকের সেবা চালু হচ্ছে।
প্রাথমিকভাবে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করেছে:
Starlink Residential – মাসিক খরচ ৬,০০০ টাকা
Residential Lite – মাসিক খরচ ৪,২০০ টাকা
উভয় প্যাকেজেই গ্রাহকদের ৪৭,০০০ টাকা এককালীন যন্ত্রপাতির খরচ বহন করতে হবে। তবে উল্লেখযোগ্যভাবে, এসব প্যাকেজে কোনো স্পিড বা ডেটা সীমা নেই। গ্রাহকরা সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
আজ থেকেই আগ্রহী গ্রাহকরা স্টারলিংকের ওয়েবসাইটে গিয়ে অথবা নির্ধারিত প্ল্যাটফর্মের মাধ্যমে সংযোগের জন্য অর্ডার করতে পারবেন।
যদিও স্টারলিংকের সেবা তুলনামূলকভাবে ব্যয়বহুল, তবে এটি দেশের জন্য উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবার একটি বিকল্প হিসেবে কাজ করবে। বিশেষ করে যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনো ফাইবার অপটিক কেবল পৌঁছায়নি, সেখানে এই সেবা একটি গুরুত্বপূর্ণ সমাধান হয়ে উঠতে পারে।