
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে সময়োচিত সিদ্ধান্তে পাইলট বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। বিমানে থাকা ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন।
মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
জানা গেছে, TK713 নম্বর ফ্লাইটটি (মডেল: এয়ারবাস A330-303) তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ২৯০ জন যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ১৫ মিনিটের মাথায় বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। নিরাপত্তার কথা ভেবে তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর দিয়ে জ্বালানি খরচ করার পর সকাল ৮টা ১৫ মিনিটে নিরাপদে জরুরি অবতরণ করেন।
গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ বলেন, “পাইলট বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান, যা সম্ভবত বার্ড হিটের কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।”
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে এবং তাদের বিকল্প ফ্লাইটের বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
উল্লেখ্য, এর আগে ১৬ মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ার খুলে পড়ার ঘটনা ঘটেছিল। সেই সময়ও পাইলটের দক্ষতায় ৭১ জন যাত্রীসহ বিমানটি নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়।