Top Newsসংবাদ সারাদেশ

ময়মনসিংহ সীমান্তে ২২ জনকে বিএসএফের পুশইন

মোহনা অনলাইন

ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রথমবারের মতো ২২ জন বাংলাভাষীকে পুশইন করেছে। গত সোমবার রাত ২টা থেকে ৩টার মধ্যে এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে ১২ জন নারী, দুই শিশু ও ৮ জন পুরুষ রয়েছেন।

বিজিবি জানায়, ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে এক শিশু ও তিন নারীসহ মোট ১২ জনকে পুশইন করার পর আটক করা হয়। অন্যদিকে, হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত থেকে এক শিশু ও ৯ নারীকে আটক করা হয়।

আটককৃতরা জানান, তারা ২৪ মে গুজরাটে স্থানীয় পুলিশের হাতে আটক হন এবং এরপর তাদের মারধর করা হয়। তাদের মোবাইল ফোন, আইডি কার্ড এবং অন্যান্য জিনিসপত্রও নিয়ে নেওয়া হয়। তারা বাংলাদেশে নড়াইল, সিরাজগঞ্জ ও খুলনার বাসিন্দা এবং ২০০৪ সালে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেন।

বিজিবির ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় ভোররাতে বিএসএফকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে এবং আটককৃতদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button