Top Newsরাজনীতি

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ইশরাক

মোহনা অনলাইন

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না। শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। ইশরাক বলেন, “আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি, এটাই তাদের সমস্যা। বিএনপি ৫ আগস্ট মহাসমাবেশ করে জানিয়েছিল যে, তিন মাসের মধ্যে নির্বাচন সম্ভব।”

তিনি উল্লেখ করেন, “দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বিরুদ্ধে একটি গোষ্ঠী কাজ করছে। আমরা ১৭ বছর ধরে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের অনেক ভাই শাহাদাতবরণ করেছে।”

ইশরাক আরও জানান, “আমরা যে কোনো মুহূর্তে দলের হাইকমান্ডের নির্দেশ পালন করতে প্রস্তুত।” তিনি প্রধান উপদেষ্টার বাম গণতান্ত্রিক রাজনৈতিক জোটকে প্রতিহত করার ঘোষণাকে দুঃখজনক উল্লেখ করেন।

শেষে তিনি বলেন, “বাংলাদেশের মালিক জনগণ। আমরা বিদেশে সেটেল হবো না। ভাড়া করে আনা সরকার আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এটা আর হতে দেওয়া হবে না। এখন স্লোগান একটাই, সবার আগে বাংলাদেশ।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button