বিনোদন

কেমন কাটলো তারকাদের ঈদ?

মোহনা অনলাইন

বছর ঘুরে আবার ফিরে এসেছে পবিত্র ঈদ উল আযহা, আর এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের তারকাদের মধ্যে। এবারের ঈদকে ঘিরে তারকারা ভিন্নভাবে উদযাপন করেছেন। চাঁদ রাত থেকেই শুরু হয়েছে তাদের ঈদের আমেজ।

শাকিব খান: ঈদের একদিন আগে তিনি সবাইকে শুভেচ্ছা জানান এবং তার নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে সারাদেশের ১৩২ হলে। ঈদের দিন থেকে সিনেমাটির প্রদর্শন শুরু হয় এবং তিনি ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভুলেননি।

অপু বিশ্বাস: দীর্ঘদিন সিনেমা থেকে দূরে থাকলেও তিনি মডেলিংয়ে ব্যস্ত। ঈদের দিন শাড়িতে নিজেকে উপস্থাপন করে ভক্তদের জানালেন ঈদের শুভেচ্ছা। এবার কোরবানির ব্যাপারে তেমন খবর নেই, তবে তিনি ফেসবুকে ঈদের পবিত্রতা নিয়ে একটি পোস্ট করেন।

জয়া আহসান: এবার ঈদটা এমনিতেও একটু অন্যরকম নন্দিত এই অভিনেত্রীর কাছে। কারণ, প্রেক্ষাগৃহে এখন ঝড় তুলছে তার অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। আর অনেক বছর পর ঈদে তার ছবিও মুক্তি পেল। ঈদের দিন দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে মতবিনিময় করতে যান অভিনেত্রী। সব মিলিয়ে খানিকটা ব্যস্ততায় কাটছে তার সময়।এর আগে গত শুক্রবার চাঁদ রাতে কিছু ছবি ভাগ করে নেন ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদরাত। সঙ্গে জুড়ে দিয়েছেন চাঁদের ইমোজি। এ সময় জয়াকে লাগে লাবণ্যময়ী। সঙ্গে দর্শকদেরও নজর কাড়েন।

পূজা চেরি: এবারের ঈদ বিশেষ কারণ ঈদের দিন মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘টগর’। জয়িতা চরিত্রে অভিনয় করছেন তিনি। ঈদের রাতে মেহেদি রাঙা হাতে অপরূপ সাজে নিজেকে উপস্থাপন করেন এবং ‘টগর’ ও ‘জয়িতা’ লেখার মাধ্যমে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান।

আজমেরি হক বাঁধন: চলচ্চিত্রের আলোচনায় থাকা এই অভিনেত্রী ঈদে ব্যস্ত ছিলেন তার সিনেমা ‘এশা মার্ডার’ নিয়ে। সবুজ পোশাকে নিজেকে মেলে ধরেন এবং ভক্তদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ, এই ঈদ তারকাদের জন্য বিশেষ, কারণ তারা একসাথে ভিন্ন ভিন্ন রূপে উদযাপন করছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button