বিনোদন

তাণ্ডবে দুর্দান্ত লুকে নিশো-সিয়ামকে দেখে চমকে উঠছেন দর্শকেরা

মোহনা অনলাইন

 খান। তবে চমক হিসেবে সিনেমায় দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় দুই অভিনেতা আফরান নিশো ও সিয়াম আহমেদকে।

বিশেষ করে সিয়ামের লুক নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এক চোখ অন্ধ, দুর্ধর্ষ শারীরিক ভাষা, আর তেজদীপ্ত গলার স্বর—এসব মিলিয়ে সিয়াম এক ভেলকি দেখিয়েছেন।

আগেই গুঞ্জন ছিল, ঈদ মুক্তির প্রতীক্ষিত শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমায় সিয়াম আহমেদ এবং আফরান নিশো থাকবেন। নির্মাতা রায়হান রাফী এ বিষয়ে সংবাদ মাধ্যমে কিছু না বললেও, দর্শকদের অপেক্ষার অবসান হয়েছে।

দর্শকরা প্রত্যাশা করেছিল হয়তো একজনকে দেখা যাবে, কিন্তু তাণ্ডবে দুজনকেই দেখা গেছে ভয়ংকর রূপে।

সিনেমার মুক্তির পর বিভিন্নভাবে এসেছে দর্শকদের প্রতিক্রিয়া । অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সিয়ামের ভয়ংকর লুক দেখে হল ভর্তি দর্শক চমকে উঠেছেন, আর নিশোর সংলাপও মতান্তর সৃষ্টি করেছে।

জানা গেছে, দেশজুড়ে ১৩৯টি প্রেক্ষাগৃহের মধ্যে ১৩৩টিতে ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে। প্রথম দিনেই সিনেপ্লেক্সে ২৮টি শো হয়েছিল, দ্বিতীয় দিন থেকে তা ৩৫টিতে বাড়ানো হয়েছে।

এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর, সঙ্গে রয়েছেন জয়া আহসান, আফজাল হোসেন, ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এবং এফএস নাঈমসহ আরও অনেকেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button