
কুমিল্লার তিতাসে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে, যেখানে বাকপ্রতিবন্ধী বাবা মনু মিয়া (৪৫) তার দুই মেয়ে, ১০ বছর বয়সী মনিরা আক্তার এবং ৬ বছর বয়সী ফাতিহা আক্তারকে কীটনাশক খাইয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এটি সোমবার (৯ জুন) সকালে তিতাস উপজেলার তুলাকান্দি এলাকায় ঘটে। মনু মিয়া দীর্ঘদিন ধরে কাজকর্ম করতে অক্ষম ছিলেন এবং তার দুই মেয়ে প্রতিবন্ধী ছিল। এই অবস্থায় হতাশা তার মনে বাসা বেঁধেছিল। ঘটনার দিন, যখন তার স্ত্রী হাসিনা বেগম রান্না করছিলেন, তখন তিনি দুই মেয়েকে কীটনাশক খাইয়ে দেন। দুই মেয়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর মনু মিয়া কীটনাশক পান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুই মেয়েকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কর্মকর্তা মো. সরফরাজ হোসেন খান জানান, তাদের মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। ওসি মো. শহীদ উল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনা সমাজের জন্য একটি গভীর সংকেত, যেখানে হতাশা ও দারিদ্র্যের কারণে এমন নৃশংসতা ঘটতে পারে।