লস অ্যাঞ্জেলেসে ২ হাজার ন্যাশনাল গার্ড, ৭শ মেরিন সেনা পাঠালেন ট্রাম্প
মোহনা অনলাইন

যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ শহর লস অ্যাঞ্জেলেসে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্দেশনা দিয়েছেন। সোমবার তিনি সেখানে আরও ২ হাজার ন্যাশনাল গার্ড এবং ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর সিদ্ধান্ত নেন।
ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন উচ্ছেদে একটি নির্বাহী আদেশের মাধ্যমে অভিযান শুরু হয়। পুলিশ এবং মার্কিন কাস্টমস আইনপ্রয়োগকারী সংস্থা আইসিই যৌথভাবে গত ছয় মাসে শত শত নথিবিহীন অভিবাসীকে আটক করেছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে হাজার হাজার নথিবিহীন অভিবাসী বাস করছেন, যারা মূলত মেক্সিকো এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ থেকে এসেছেন।
৬ জুন, লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্টে নথিবিহীন অভিবাসীদের শনাক্ত করতে অভিযান চালানো হলে স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিরোধ দেখান, যার ফলস্বরূপ পুলিশ ও আইসিই সদস্যদের ওপর বিক্ষোভকারীরা ইট-পাটকেল ও বোতল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প ২ হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে মোতায়েনের নির্দেশ দেন, কিন্তু তা সংঘাত আরও বাড়ায়।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চার দিন ধরে বিক্ষোভ চলছে, যা নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া এবং সান ফ্রান্সিসকোতেও ছড়িয়ে পড়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতের মাঝে বিক্ষোভকারীরা গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা করেননি, তবে পুলিশ ও সরকারের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
প্রথম প্রজন্মের মার্কিন নাগরিক মারজিতা কেরেটা বলেন, “এখানে যা হচ্ছে, তার প্রভাব সব মার্কিনিদের ওপর পড়ছে। অধিকাংশ মানুষ মুক্ত ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়।”