
বলিউড অভিনেতা আমির খান, যিনি কাজের ক্ষেত্রে ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত, ব্যক্তিগত জীবনে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসেন। এবার আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে তিনি। দীর্ঘ বিরতির পর ফিরতে চলেছেন ‘সিতারে জমিন পর’ ছবির মাধ্যমে, যেখানে তার সহশিল্পী হয়েছেন জেনেলিয়া ডি সুজা। তাদের বয়সের ব্যবধান ২২ বছর—আমিরের বয়স ৬০ এবং জেনেলিয়ার ৩৮।
ছবিতে তাদের মধ্যে প্রেমের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে, যা বিতর্কের জন্ম দিয়েছে। কিছুদিন আগে জেনেলিয়া ছিলেন আমিরের ভাগিনা ইমরান খানের সঙ্গে, যাদের রসায়ন ‘জানে তু ইয়া জানে না’ ছবিতে প্রশংসিত হয়েছিল।
এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘বয়সের ব্যবধান নিয়ে ভাবনা আমার মাথাতেও এসেছে। কিন্তু আমরা দুজনই এই ছবিতে চল্লিশোর্ধ্ব ব্যক্তির ভূমিকায় অভিনয় করছি। জেনেলিয়ার বয়স প্রায় ৪০-এর কাছেই। আমার বয়স ৬০ ঠিকই। কিন্তু আজকের দিনে ভিএফএক্সের মতো প্রযুক্তি রয়েছে আমাদের কাছে।’
আমির আরও বলেন, ‘১৮ বছর বয়সী চরিত্রে অভিনয় করতে গেলে আগে প্রস্থেটিক প্রসাধনের প্রয়োজন পড়ত। কিন্তু এখন ভিএফএক্স রয়েছে। তাই আজকের দিনে অভিনেতাদের কাছে বয়স কোনো বাধা নয়।’
‘তারে জমিন পার’ ছবির সিকুয়েল এই ছবি। ২০ জুন এই ছবি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। আমিরের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল সিংহ চাড্ডা’। ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিতে বক্স অফিসে ফ্লপ হয়। ‘সিতারে জমিন পার’ দিয়ে তিন বছর পর বড় পর্দায় ফিরছেন আমির।