
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড অন্তত ৬০ দিন মোতায়েন থাকবে। তিনি হাউস কমিটিকে বলেন, পুলিশের ওপর হামলা চালানো দাঙ্গাবাজ, লুটেরা এবং সন্ত্রাসীদের বুঝতে হবে যে তারা এখান থেকে যাচ্ছেন না। খবর দ্য গার্ডিয়ান।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড থাকবে ‘যতক্ষণ না কোনো ঝুঁকি থাকে।’ তিনি দাবি করেন, ‘যখন বিপদ থাকবে না, তারা চলে যাবে।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি তাদের না পাঠালে পরিস্থিতি খুবই ভয়াবহ হতো।’
এদিকে, অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর কড়া অবস্থান সমর্থন জানানোর পর এই বিক্ষোভগুলো আরও জোরদার হয়েছে। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে, যার মধ্যে সান্তা আনা শহরও রয়েছে।
সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার বাইরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে; নিউইয়র্ক সিটিতে ফেডারেল ভবনের সামনে গাড়ি আটকে প্রতিবাদ করায় অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর সিএনএনের।