বিশ্বব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী সদর উপজেলার আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. আতিক উল্লাহ।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনছুর আহাম্মদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন।
উপজেলা কৃষি অফিসার মো. মহিউদ্দিন বলেন, ফিল্ড স্কুলগুলোকে ফারমার্স সার্ভিস সেন্টারে রূপান্তরে কৃষকদের উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আরো বক্তব্য রাখেন- কৃষক রশিদ আহমদ, আবদুল মান্নান।
এ সময় সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সদর উপজেলার ১১টি ফিল্ড স্কুলের কৃষক-কৃষাণীসহ সমাবেশে ১০০জন অংশগ্রহণ করেন।



