
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর প্রশিক্ষণ, অস্ত্র ও সরঞ্জাম আধুনিকায়নের মাধ্যমে বাহিনীটিকে সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি ধারাবাহিক উন্নয়ন প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সকালে রাজধানীতে এসএসএফ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বক্তব্যে তিনি এসএসএফ সদস্যদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করেন এবং বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “এসএসএফ একটি সুশৃঙ্খল ও প্রশিক্ষিত বাহিনী, যারা আমার এবং রাষ্ট্রপতির সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে। দেশ-বিদেশে তাদের কার্যক্রম অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে।”
তিনি জানান, বাহিনীটির কার্যক্ষমতা রক্ষায় বিভিন্ন ক্ষয়ক্ষতিগ্রস্ত সরঞ্জাম দ্রুত মেরামত করে কার্যক্রম চালিয়ে যাওয়ার সক্ষমতা এসএসএফ ইতোমধ্যে দেখিয়েছে। তিনি এসএসএফকে একটি ছোট কিন্তু অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত বাহিনী হিসেবে অভিহিত করেন।
তিনি আরও জানান, রাষ্ট্রীয় সফর এবং অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ ধারাবাহিকভাবে দক্ষতার সঙ্গে কাজ করছে। কক্সবাজার, চট্টগ্রাম বন্দর ও বিশ্ববিদ্যালয়, এবং আন্তর্জাতিক সফরগুলোতেও বাহিনীর কার্যক্রম উল্লেখযোগ্য।
ড. ইউনূস বিশেষভাবে সাইবার নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এসএসএফ সম্প্রতি ‘যমুনা’ নামের একটি উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে, যা বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতার এক নতুন অধ্যায় সূচিত করেছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে নিরাপত্তার হুমকি দিন দিন পরিবর্তিত হচ্ছে। সেই প্রেক্ষাপটে এসএসএফ নিয়মিত হুমকি বিশ্লেষণ ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখছে।”
অনুষ্ঠান শেষে তিনি এসএসএফ-এর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং বাহিনীর অব্যাহত উৎকর্ষ কামনা করেন।