
শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর পাইরেসির ঘটনায় জড়িত থাকার অভিযোগে টিপু সুলতান (৩৫) নামে একজনকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ জুন) বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।
গ্রেপ্তারকৃত টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, টিপু অবৈধভাবে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি অনলাইনে ছড়িয়ে দেন। এ ঘটনায় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে মামলা করেন, যেখানে টিপুকে প্রধান আসামি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু পাইরেসিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাকে ঢাকায় পাঠানো হবে এবং বনানী থানা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।