সাবেক সিইসি নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

মোহনা অনলাইন

প্রহসনের নির্বাচনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ১০ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশ।

আজ সোমবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। বিষয়টি নিয়ে দুপুর ২টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে নুরুল হুদাকে আটক করা হয়। স্থানীয় কয়েকজন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে বিক্ষুব্ধ জনতা তাকে জুতার মালা পরিয়ে দেয়।

এর আগে একই দিন সকালে শেরেবাংলা নগর থানায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ একটি মামলা দায়ের করেন। এতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ২৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।

Exit mobile version