মার্কিন হামলার ‘কঠিন জবাব’ দেবে ইরান

মোহনা অনলাইন

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালালে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।

হাতামি বলেন, “আমাদের ইতিহাসে বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা এগিয়ে এসেছে, তখনই কঠিন জবাব পেয়েছে। এবারও ব্যতিক্রম হবে না।” তিনি আরও বলেন, “আমরা শান্তির জন্য লড়াই করব। আমাদের অনেক শহীদ হয়েছেন, কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে প্রতিরোধ চালিয়ে যাব।”

মাত্র এক সপ্তাহ আগে সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পান জেনারেল হাতামি। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরানে সামরিক নেতৃত্বে রদবদল হয়। সেই প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে হাতামি অন্যতম।

Exit mobile version