স্কাউটসের কার্যক্রম দুনিয়া ও নিজেকে জানার বড় সুযোগ: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

মোহনা অনলাইন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, স্কাউটিং কেবল দুনিয়া নয়, নিজের ভেতরের মানুষকেও আবিষ্কারের একটি বড় সুযোগ তৈরি করে। গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ খুব কমই থাকে। স্কাউটিং সেই আত্মপরিচয়ের দরজা খুলে দেয়—নিজেকে জানা ও অন্যদের জানার সুযোগ তৈরি করে।

সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের কাব কার্নিভালের উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য আত্মত্যাগ করা চারজন স্কাউটের ঘটনা স্কাউটিংয়ের ইতিহাসে বিরল এবং বিশ্বের অন্য কোথাও এমন নজির নেই।”

১৯৫৫ সালে স্কাউট হিসেবে ইউরোপ ও আমেরিকা ভ্রমণের স্মৃতিচারণ করে ড. ইউনূস বলেন, “তখন উড়োজাহাজের ভাড়া খুব বেশি ছিল, তাই লন্ডন থেকে নিউইয়র্ক যাই জাহাজে করে। এই যাত্রায় কয়েকজন স্কাউট পুরো জাহাজ মাতিয়ে তোলে গান, উৎসাহ ও আনন্দে।”

তিনি আরও বলেন, “ফেরার পথে সস্তায় কেনা তিনটি মাইক্রোবাসে আমরা ৬ মাস ধরে পুরো ইউরোপ ঘুরে পাকিস্তান পর্যন্ত ফিরে আসি। ইউরোপের কোনো অংশই বাদ পড়েনি সেই ভ্রমণে।”

অনুষ্ঠানে আন্দোলনে শহিদ হওয়া স্কাউট সদস্যের পরিবারের হাতে সাহসিকতা পদকসহ বিভিন্ন শ্রেণির স্কাউটদের মাঝে পদক বিতরণ করা হয়। তিনি আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী কাব কার্নিভালের উদ্বোধন করেন।

সারাদেশে ৫২৭টি স্থানে একযোগে এ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে।

Exit mobile version