রাজনীতি

ফেসবুকে তারেক-ফখরুলকে ট্যাগ করে চাঁদাবাজির অভিযোগ তুললেন সারজিস

মোহনা অনলাইন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পাথর ও বালুবাহী যানবাহন থামিয়ে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপির নাম ব্যবহারকারীদের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ক্ষোভভরিত স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২ জুলাই) রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি দাবি করেন, সরকার অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে দেশের বিভিন্ন স্থানে মালামাল বহনকারী যানবাহনগুলো থেকে গাড়িপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। এভাবে প্রতিদিন লাখ টাকা ‘চাঁদাবাজির নামে লুটপাট’ হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

সারজিস জানান, পাটগ্রামের ইউএনও (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বুধবার চাঁদাবাজদের মধ্যে দুজনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন। তবে এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ‘শতাধিক নেতাকর্মী’ থানা ঘেরাও করে, ভাঙচুর চালায় এবং আটক ব্যক্তিদের জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ সুপার হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ চাইলে সেখানকার বিএনপির নেতাকর্মীরা ওই থানা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে।

সারজিস আলম মন্তব্য করেন, “এভাবে যদি মাঠ পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি ও লুটপাট চালায় বা চাঁদাবাজদের রক্ষা করে, তাহলে দেশে সংস্কার কীভাবে হবে?” তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পেছনে পাটগ্রাম এলাকার এক এমপি-প্রত্যাশীর মদদ রয়েছে বলেও স্থানীয়দের ভাষ্য।

নিজ দলের অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে সারজিস লিখেন, “আমরা বিএনপির দফা দেখতে চাই না, দেখতে চাই চাঁদাবাজিসহ অপকর্মের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান ও অ্যাকশন, তা যদি নিজেদের দলের লোকজনের বিরুদ্ধেও হয়।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button