গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল

মোহনা অনলাইন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনে সংঘটিত গণহত্যার জন্য শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।

তিনি বলেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি। সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। সুতরাং এর দায় কেবল ব্যক্তির নয়, দলীয়ভাবেও বিচার হতে হবে।”

বুধবার সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবদুল কুদ্দুসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি সব সময়ই সংস্কারের পক্ষে। যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই, তাদের বলতে চাই—নির্বাচন জনগণের জন্য প্রয়োজন। কারণ নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে।”

তিনি আরও বলেন, “সংস্কার এবং নির্বাচন—এই দুটি প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে।”

Exit mobile version