আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

মোহনা অনলাইন

জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিনের এই আদেশ দেন।

আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, অপু বিশ্বাস আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন তিনি।

মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর ভাটারা এলাকায় গত বছরের ১৯ জুলাই গুলিবিদ্ধ হন এনামুল হক নামের এক ব্যক্তি। এ ঘটনায় চলতি বছরের মার্চে ঢাকার একটি আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন এনামুল হক। আদালতের নির্দেশে পরবর্তীতে মামলাটি ভাটারা থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়।

মামলায় ১৭ জন অভিনয়শিল্পীর নাম উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, জায়েদ খান প্রমুখ। অভিযোগে বলা হয়েছে, এসব ব্যক্তি বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছেন।

Exit mobile version