সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোহনা অনলাইন

দুর্গাপূজায় সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পূজা ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণে থাকবে এবং পর্যাপ্ত আনসার মোতায়েন করা হবে। ঢাকায় শৃঙ্খলার সঙ্গে লাইন ধরে বিসর্জন দিতে হবে।

উপদেষ্টা আরও জানান, পূজা উপলক্ষে আশপাশের মেলায় মদ–গাজার আসর বসতে দেওয়া হবে না। এ বছর সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সীমান্ত এলাকায় বিজিবি দায়িত্ব পালন করবে, আর অন্যান্য এলাকায় আনসার নিয়োজিত থাকবে।

এদিকে দুর্গাপূজা ঘিরে সন্ত্রাসী হামলাসহ যেকোনো নাশকতা প্রতিরোধে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করছে। এগুলোর মধ্যে রয়েছে—

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের প্রশাসনকে এই নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হবে।

Exit mobile version