শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

মোহনা অনলাইন

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় লকারটি জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

তিনি জানান, শেখ হাসিনার নামে নিবন্ধিত লকার নম্বর–১২৮ শনাক্ত করা হয়েছে। লকারটির দুটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিশেষ টিমের সহায়তায় লকারটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক।

Exit mobile version