চার্লি কার্কের হত্যাকাণ্ডে তারেক রহমানের নিন্দা

মোহনা অনলাইন

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনৈতিক নেতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “চার্লি কার্কের মৃত্যুতে সারা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। একটি গণতান্ত্রিক সমাজে কেবলমাত্র রাজনৈতিক বিশ্বাস বা সক্রিয়তার কারণে কাউকে কখনোই সহিংসতার শিকার হতে হবে না। ধর্ম, মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন, কারও জীবন এভাবে ঘৃণ্যভাবে শেষ হওয়া কখনো মেনে নেওয়া যায় না।”

তারেক রহমান আরও যোগ করেন, “আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা ও প্রার্থনা জানাই।”

এর আগে, বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় চার্লি কার্ক গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Exit mobile version