যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার

মোহনা অনলাইন

সরকার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বয়স্ক ও অসুস্থ বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে। নারীদের ক্ষেত্রেও যাবজ্জীবন সাজার মেয়াদ ২০ বছরে নামিয়ে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

রবিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “কারাগারে নানা সমস্যা রয়েছে, সংস্কার দরকার। বাজেটও সীমিত। অনেক বন্দির বয়স হয়েছে এবং তারা নানা রোগে ভুগছেন। তাদের চিকিৎসা ও ওষুধের জন্য আলাদা বাজেটের চাপ তৈরি হয়। তাই বয়স ও শারীরিক অবস্থার ভিত্তিতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।”

উপদেষ্টা জানান, বর্তমানে যাবজ্জীবন সাজা ৩০ বছর ধরা হলেও তা কমিয়ে নতুন মেয়াদ নির্ধারণ করা হবে। নারীদের ক্ষেত্রে তা ২০ বছর হতে পারে। পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অপরাধের ধরন, ব্যক্তির বয়স এবং পুনরায় অপরাধ করার ঝুঁকি বিবেচনায় রাখা হবে।

লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিনই উদ্ধার অভিযান চলছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Exit mobile version