বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা কাপুর

মোহনা অনলাইন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর নাকি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। প্রেম আর ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন নীরব থাকলেও, এবার নাকি গোপন প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়তে পারেন শ্রদ্ধা।

জানা যায়, প্রেমিক লেখক রাহুল মোদিকেই বিয়ে করতে পারেন শ্রদ্ধা। কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া গেছে। দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার, যা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও। যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল। সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায়।

এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার হয়েছে, ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা। যদিও বিয়ে নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি শ্রদ্ধা বা রাহুল।

Exit mobile version