Top Newsজাতীয়

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ

মোহনা অনলাইন

ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানির বিদ্যুৎ সংস্থা আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত বকেয়া অর্থপ্রদানের বিষয়ে উদ্ভূত বিতর্ক সমাধানের জন্য তারা আন্তর্জাতিক সালিশি প্রক্রিয়া গ্রহণ করেছে।

আদানি গ্রুপের একজন মুখপাত্র সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে জানান, কিছু ব্যয়ের হিসাব ও বিলিং নিয়ে মতবিরোধ আছে। তাই দুই পক্ষ সালিশ প্রক্রিয়া আহ্বানে সম্মত হয়েছে এবং আমরা দ্রুত, সহজ ও পারস্পরিকভাবে লাভজনক সমাধানে আশাবাদী।

তবে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফউজুল কবির খান রয়টার্সকে বলেন, আলোচনাপ্রক্রিয়া এখনও চলছে। আলোচনা শেষ হলে প্রয়োজনে আন্তর্জাতিক সালিশে যাওয়া হবে।

আদানি পাওয়ার পূর্ব ভারতের গড্ডা বিদ্যুৎকেন্দ্র (ক্ষমতা ১৬শ মেগাওয়াট) থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে। এই প্লান্ট থেকে সরবরাহ বিদ্যুতের পরিমাণ বাংলাদেশে মোট চাহিদার প্রায় ১০ শতাংশ।

চলতি বছরের ডিসেম্বরে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছিল, ভারত সরকার যে কর সুবিধা দিয়েছে, গড্ডা প্লান্ট সেই সুবিধা বাংলাদেশে বিদ্যুৎ মূল্যে প্রতিফলিত করেনি; যা বিদ্যুৎ ক্রয় চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ করা হয়।

২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ আদানিকে প্রতি ইউনিট ১৪ দশমিক ৮৭ টাকা দরে বিদ্যুৎ কিনেছে, যা ভারতের অন্যান্য কোম্পানির গড় দামের (৯ দশমিক ৫৭ টাকা) তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।

গত সপ্তাহে আদানি পাওয়ার জানিয়েছিল, বাংলাদেশের কাছে তাদের বকেয়া বিল উল্লেখযোগ্যভাবে কমে ১৫ দিনের সমমূল্যে নেমে এসেছে, যেখানে মে মাসে তা ছিল প্রায় ৯০০ মিলিয়ন ডলার এবং বছরের শুরুতে প্রায় ২ বিলিয়ন ডলার বা সমপরিমাণ ছিল।

সোমবার আদানি পাওয়ার আরও জানায়, তারা পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং বাংলাদেশকে নিরবচ্ছিন্ন, প্রতিযোগিতামূলক মূল্যের ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button