যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার রাতে এ কম্পন অনুভূত হয়। মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।
ইউএসজিএস-এর তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর ওই অঞ্চলে বেশ কয়েকটি মৃদু আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে।
ভূমিকম্পের তীব্রতায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। কানাডার হোয়াইটহর্স পুলিশ জানায়, কম্পন অনুভূত হওয়ার পরই তাদের জরুরি নম্বরে বেশ কয়েকটি কল আসে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঘর কেঁপে ওঠা, জানালা দুলে ওঠা এবং তাক থেকে বিভিন্ন জিনিস পড়ে যাওয়ার কথা শেয়ার করেছেন।
কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ভূমিকম্পপ্রবণ ওই পাহাড়ি এলাকায় জনবসতি খুবই কম। তবে স্থানীয় বাসিন্দারা কম্পনের ফলে ঘরবাড়ির তাক ও দেয়াল থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওডও কম্পন অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র নিশ্চিত করেছে যে, এ ঘটনার পর সুনামির কোনো ঝুঁকি নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে কর্তৃপক্ষ নজরদারি অব্যাহত রেখেছে।



