অসুস্থ সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। তিনি হাসপাতালে ভর্তি বলে জানা গিয়েছে। তাঁকে শনিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে, হার্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে শিল্পীকে। তবে এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল। বিগত কয়েকদিন ধরেই তার শরীর ভাল যাচ্ছিল না নচিকেতার।
শারীরিক অসুস্থার কারণে আসানসোলে শো বাতিল করেছেন এই কণ্ঠশিলী। আজ রোববার (৭ ডিসেম্বর) শো করার কথা ছিল তার। শারীরিক অবস্থা বিবেচনায় আগামী শো-গুলো বাতিল করা হয়েছে।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার কারণে রামপুরহাটের একটি শো বাতিল করা হয়। এরপর তাঁর পরিবরের পক্ষ থেকে জানানো হয় যে নচিকেতার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। যা শীতে বেড়ে যায় এবং শীতে টানা শো থাকায় সমস্যা আরও বাড়ে।
এবার যদিও সারভাইকাল স্পন্ডিলাইটিস নয়, হার্টের রোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নচিকেতার পরিবারের পক্ষ থেকে তার অসুস্থতার বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।



