বিনোদন

জাস্টিন ট্রুডো-কেটি পেরির অন্তরঙ্গ মুহূর্ত প্রকাশ্যে

মোহনা অনলাইন

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে মার্কিন পপ তারকা কেটি পেরির সম্পর্কের খবর রাষ্ট্র হয়েছে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতে হাজির হয়ে যেন সম্পর্কে সিলমোহর দেন তারা। এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি।

সদ্যই জাপান সফরে যান কেটি-ট্রুডো জুটি। সেদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রুডো; সঙ্গী হিসেবে নেন কেটিকে। আর তা প্রকাশ হতেই আলোচনা তুঙ্গে ওঠে। সেদিন কেটির সঙ্গে প্রেমের প্রথম সিলমোহর দেন ট্রুডো নিজে। এখনও জাপান সফরেই এই জুটি। তাদের সম্পর্ক নিয়ে তীব্র আলোচনার মধ্যে আগুনে ঘি ঢাললেন গায়িকা; জাপান সফরের একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; যেখানে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা মেলে গায়িকাকে।

নিজের ইনস্টাগ্রামে অন্তরঙ্গ মুহূর্তের একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করেন কেটি। কোনোটায় তাদের দেখা গেছে রোমান্টিক পোজ দিতে। কোনোটায় গালে গাল ঠেকিয়ে আছেন। ভিডিওগুলোতেও একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। কেটি লিখেছেন, ‘টোকিও টাইমস অন ট্যুর অ্যান্ড মোর’।

এর আগে ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতেও এক ফ্রেমে বন্দি হয়েছিলেন দুজন। সেই ছবি শেয়ার করে ফুমিও লিখেছিলেন, ‘প্রেমিকা কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন জাস্টিন ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও করেছেন তারা।

কেটি-ট্রুডোর এই প্রেমের চিত্রনাট্য অবশ্য কিছুটা আগেই লেখা হয়েছিল। বছর জুড়েই তাদের দেখা গেছে সন্দেহজনক পরিস্থিতিতে যা তাদের প্রেম গুঞ্জনের মাত্রা বাড়িয়ে দেয়।   এবার সেই জল্পনাকেই বাস্তবে রূপ দিল তাদের এই জাপান সফর।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button