বিনোদন

আইনি বিয়ের পর সাতপাক ঘুরলেন সারা খান

মোহনা অনলাইন

গত অক্টোবর মাসে কৃষ পাঠকের সঙ্গে আইনি বিয়ের ছবি শেয়ার করে রোষানলে পড়েছিলেন সারা খান। ভিনধর্মী বিয়ের জন্য কম সমালোচিত হতে হয়নি টেলিনায়িকাকে। শুনতে হয়েছিল, ‘জাহান্নমে যাও’য়ের মতো কটাক্ষও। তবে নিন্দুক, ধর্ম ধ্বজাধারীদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে এবার কৃষের সঙ্গে হিন্দু রীতিতেই সাতপাক ঘুরলেন সারা।
কৃষ পাঠক ‘রামায়ণ’ খ্যাত সুনীল লহরীর পুত্র। সেই প্রেক্ষিতে পর্দার ‘লক্ষ্মণে’র পুত্রবধূ হলেন সারা খান। শুক্রবার, ৫ ডিসেম্বর হাতে গোনা ক’জন বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের উপস্থিতিতে মুম্বইয়ে চার হাত এক হল। হিন্দু রীতি মেনে গায়ে হলুদ থেকে সাতপাক ঘোরার পাশাপাশি মালাবদল, সিঁদুরদানও হয়। কৃষ পাঠক ও সারা খানের বিয়েতে উপস্থিত ছিলেন টেলিপর্দার একাধিক তারকা।
সেই তালিকায় রয়েছেন- আওয়েজ দরবার, নগমা মিরাজকার, ফলক নাজ, রাজীব ঠাকুর থেকে দীপশিখা নাগপালদের মতো পরিচিত মুখ। বিয়ের পর আমন্ত্রিতদের জন্য রিসেপশনেরও আয়োজন করেছিলেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির তারকাদম্পতি। বিয়ের অনুষ্ঠানের জন্য লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই সোনা এবং কুন্দনের গয়নায় সেজেছিলেন ‘বিদাই’ ধারাবাহিক খ্যাত সারা খান। মেহেন্দিতে লুকনো স্বামীর নামও ধরা পড়ল ক্যামেরায়।
অভিনেত্রীর জীবনের নতুন ইনিংসের খবর দিয়ে সোশাল মিডিয়ায় তাঁর বন্ধু লিখেছেন- ‘হ্যাপি ওয়েডিং লাইফ’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়- ‘সুখী দাম্পত্য জীবন।’ আর সেই ক্যাপশনই উসকে দিল পুরনো বিতর্ক। মুসলিম হয়ে হিন্দু পাত্রকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার জন্য ফের সমালোচিত হতে হল সারা খানকে। একাংশ আবার ‘বিগ বস’-এর ঘরে আলি মার্চেন্ট অধ্যায়ের কথা মনে করিয়ে দিয়ে প্রশ্ন ছুড়়লেন- ‘আর কতবার সুখী দাম্পত্য শুরু করবে সারা?’
কারণ সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ের পর আলির সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেত্রী। যদিও সেই সম্পর্ক পরে ভেঙে যায়। তবে এহেন কটাক্ষ, সমালোচনা নিয়ে যে টেলিঅভিনেত্রীর কোনও মাথাব্যথা নেই, সেটা বিয়ের আসরে সারার হাইভোল্টেজ হাসিই বলে দেয়।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button