‘অল ইজ ওয়েল’… শিখিয়েছিল ‘থ্রি ইডিয়টস’। ১৫ বছর পর ফিরছে এই সিনেমা। এবার সিক্যুয়েল। চমক এখানেই শেষ নয়। ২০০৯ সালে মুক্তি পাওয়া এবং বক্স অফিসে ঝড় তোলা বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। রাজকুমার হিরানি পরিচালিত সেই ব্লকবাস্টার ছবিতে র্যাঞ্চো, রাজু আর ফারহানের বন্ধুত্ব মুগ্ধ করেছিল দর্শকদের।
দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সুখবর এলো, খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে এই ছবির সিক্যুয়েল। ‘থ্রি ইডিয়টস’ বলতেই যাঁদের নাম ভেসে ওঠে দর্শকের চোখের সামনে, তাঁরা প্রত্যেকেই অভিনয় করবেন সিক্যুয়েলে। অর্থাৎ আমির খান, আর মাধবন, শরমন যোশি, করিনা কাপুর খান থাকছেন এই ছবিতে। পরিচালনার দায়িত্বে রাজকুমার হিরানি। যৌথভাবে প্রযোজনা করছেন বিধু বিনোধ চোপড়া, রাজকুমার ও আমির। সূত্রের খবর, ইতিমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত।
২০২৬ সালের মাঝমাঝি থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। প্রথম ছবি যে ম্যাজিক তৈরি করতে পেরেছিল, দ্বিতীয় ছবিও তা পারবে বলে আশাবাদী নির্মাতারা। র্যাঞ্চো, ফারহান, রাজু ও পিয়ার গল্প এবার কোন দিকে এগবে, তা নিয়ে অবশ্য মুখে কুলুপ নির্মাতাদের। তবে শোনা যাচ্ছে, এবারও কমেডির সঙ্গে অন্যান্য আবেগ মেশাচ্ছেন পরিচালক। দীর্ঘদিন ধরেই এই ছবি তৈরির পরিকল্পনা ছিল তাঁর। তবে হাতে একাধিক কাজ থাকায়, তা হয়ে ওঠেনি। আমির, করিনারাও ব্যস্ত ছিলেন নিজেদের কাজে। তবে বর্তমানে সকলের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা গিয়েছে তারিখ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে এই ছবি।
আসন্ন এই সিক্যুয়েলকে আলোর মুখ দেখাতে আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজও স্থগিত রেখেছেন পরিচালক রাজকুমার হিরানি। জানা যায়, তিনি অনেক আগেই সিক্যুয়েলের প্ল্যান করলেও সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন।



