বিনোদন

নারীর ক্ষমতায়নে চলচ্চিত্র বিষয়ক সেমিনার

মোহনা অনলাইন

নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বিষয়ে চলচ্চিত্র চর্চা, প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উৎসাহব্যঞ্জক একটি সেমিনার ৮ ডিসেম্বর বিকাল ৩টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, আগারগাঁও এ অনুষ্ঠিত হয়েছে। উইমেন্স ফিল্ম সোসাইটি, বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে কিনোট পেপার উপস্থাপন করবেন আকতানিন খায়ের তানিন, সভাপতি, উইমেন্স ফিল্ম সোসাইটি।

“প্রবন্ধে আগামী দিনের চলচ্চিত্রে নারীদের নিরাপত্তা ও পেশাগত জীবনে এগিয়ে যাবার জন্য এআই প্রযুক্তিতে নারীদের দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব দেয়া হয়! ভবিষ্যতের চলচ্চিত্রে নারীদের শুধু অভিনয় নয় বরং নির্মাণ ও অন্যান্য কারিগরি বিষয়ে নেতৃত্ব দানের জন্য এগিয়ে আসার আহ্বান করা হয়েছে। একি সাথে সরকারের কাছে অনুরোধ করা হয়েছে নারীদের বিকাশের জন্য কর্মশালা ও নির্মাতাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করতে।”

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব মাহবুবা ফারজানা।
মাহবুবা ফারজানা তার বক্তব্যে বলেন ” নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলতে গেলে চলচ্চিত্রকে কেন্দ্রীয় যায়গায় আনতেই হয়। বাংলাদেশের নারীরা আজ সব সেক্টরে যেমন কৃষি প্রযুক্তি, ব্যবসায় নিজের দক্ষতা প্রমাণ করেছে কিন্তু চলচ্চিত্র সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ করে সৃজনশীল নেতৃত্বের জায়গায় নারীর উপস্থিতি যতটুকু হওয়া প্রয়োজন ছিল ততটুকু হয়নি।

বাংলাদেশের নারীদের এগিয়ে আসা উচিত চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে। নারীরা সংবেদনশীল , এদের অন্য একটা থার্ড আই থাকে। নারী সূক্ষ্ম ভাবে দেখতে পারে, আমরা জানি নারী মায়ের জাতী , তাদের দেখার বিষয়গুলো আলাদা। সুতরাং নারী যখন তার সূক্ষ্ম চোখ দিয়ে দেখে দেখে তখন চলচ্চিত্র হয়ে হয়ে উঠে সুন্দর, আবেগময় ও পৌঁছে যায় অন্তর থেকে অন্তঃস্থলে। তার মানে নারীর অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূর্সিয়া কমল, যুগ্মসচিব তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারহানা রহমান ও জনপ্রিয় নারী নির্মাতা নারগিস আখতার।

নার্গিস আক্তার তার বক্তব্যে বলেন “গত তিরিশ বছর নারীর ক্ষমতায়নের পক্ষে কথা বলে এসেছি। ইন্ডাস্ট্রিতে আমি প্রথম নারী নির্মাতা হিসেবে এসেছি, অন্যদের মতো পুরুষ সহযোগী ছিলনা যার উপর যার উপর ভর করে প্রতিষ্ঠিত হতে হয়েছে। শুটিং এ নারীদের উপর প্রাধান্য বিস্তার করা সামাজিকভাবে স্বাভাবিক হলেও আমাকে দাবিয়ে রাখতে পারেনি।”

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডালিয়া কোরায়শী, সহ-সভাপতি এবং উম্মে সালমা উষা, যুগ্ন মহাসচিব ফুলের শুভেচ্ছা জানায় উইমেন্স ফিল্ম সোসাইটি,বাংলাদেশ এর পক্ষ হতে। অনুষ্ঠানটিতে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন শাখার শিল্পী ও কলাকুশলী অংশগ্রহণ করেন। সেমিনার শেষে নার্গিস আক্তারের “চার সতিনের ঘর” চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দা ফারজানা জামান রুম্পা ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button