Site icon Mohona TV

বরিশালে সময় টেলিভিশনের ব্যুরো প্রধানের উপর হামলার বিচারের দাবীতে মানববন্ধন

বরিশালে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধানের উপর হামলা ও অপহরণের চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বরিশালে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুর উপর হামলা ও অপহরণের চেষ্টার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে সকালে নগরী অশ্বনী কুমার হলের সামনে সাংবাদিক ইউনিয়ন বরিশালের আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে দিষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন। অন্যথায়  আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশার মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, ৭১ টিভির ব্যুরো প্রধান বিধান সরকার, বরিশাল বিভাগীয় সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ শামীমসহ অন্যানরা।

গত রোববার (২৯ শে মে) বিকাল ৩টায় নগরীর শীতলাখোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

Exit mobile version