ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠানোর কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন
ইউক্রেনে অত্যাধুনিক রকেট পাঠানোর কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ইউক্রেনের আত্মরক্ষায় তাদের সাহায্য করার জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন ।
কিয়েভ অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র চেয়ে আসছিল যা শত্রু পক্ষকে লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা করতে পারবে।
যদিও রাশিয়া ইউক্রেনকে এই অস্ত্র দেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়ে আসছিল এবং এই ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় যুক্তরাষ্ট্র এতদিন এই ক্ষেপণাস্ত্রটি দিতে রাজি হয় নি ।
এই রকেট দিয়ে রাশিয়ার ভেতরে কোনো ধরনের আক্রমণ করা হবে না – প্রেসিডেন্ট জেলেনস্কি কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরেই ওয়াশিংটন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্রেসিডেন্ট বাইডেনের এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে রাশিয়া। মস্কো বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অত্যাধুনিক রকেটসহ যেসব যুদ্ধাস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা সেটাকে “অত্যন্ত নেতিবাচকভাবে” দেখছে।
তাছাড়া জার্মানিও ইউক্রেনকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলে গোষনা দিয়েছে, যা রাশিয়ার বিমান থেকে পুড়ো একটি অঞ্চল রক্ষা করার জন্য যথেষ্ট ।
বিশ্লেষকরা আশংকা করছে এতে ন্যাটোভুক্ত সকল দেশ এবং কি পুরো ইউরোপজুড়ে যুদ্ধ বেধে যেতে পারে ।