’হার পাওয়ার’ প্রজেক্টের আওতায় ২৫ হাজার নারী উদ্যোক্তা গড়ে তোলা হবে: আইসিটি প্রতিমন্ত্রী
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি
হার পাওয়ার’ প্রজেক্টের আওতায় ২৫ হাজার নারী উদ্যোক্তা গড়ে তোলা হবে—শেরপুরে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক বলেছেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন পাওয়া ’হার পাওয়ার’ প্রজেক্টের আওতায় বাংলাদেশে ২৫ হাজার নারী উদ্যোক্তা গড়ে তোলা হবে। যারা অনলাইন মার্কেট প্লেসে দ্রুত গতীর ইন্টারনেট ও নিরবিচ্ছিন্ন বিদুৎ ব্যবহার করে নতুন নারী উদ্যোক্তারা কাজ করতে পারবে।
তিনি আরো বলেন, যুদ্ধকালিন অবস্থা, করোনা মোকাবেলা সহ সারা বিশ্বে এই বৈশ্বিক পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবেনা। আমরা পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যাবো। প্রত্যেক গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও দ্রুত গতীর ইন্টারনেট সেবা ব্যাবহার করে যাতে অর্থনীতির চাকা ঠিক রাখতে পারি তার জন্য ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, শেরপুরে ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ।
তিনি শুক্রবার রাতে শেরপুরের সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামারুজ্জামান প্রমুখ।
শনিবার শেরপুরের নালিতাবাড়ীতে এক নারী উদ্যোক্তার সাথে দেখা করবেন। পরে যোগ দিবেন একটি কর্মশালায়। বিকালে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সম্মেলন ও খ্রিষ্টীয়ান এন্ডেডর ডে উদযাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন।