মেহেরপুরের গাংনীতে বাসের চাকায় পিষ্ট হয়ে মারিয়া (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত মারিয়া খাতুন বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ার কৃষক ইকবাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান,মারিয়া খাতুন বাড়িতে আসার জন্য রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দিলে চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুর রাজ্জাক বলেন, বাসটিকে আটক করা হয়েছে তবে বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াই আটক করা যায়নি তবে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।